ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু, সমাধান পারিবারিকভাবে

কালের সমাজ | স্পোর্টস ডেস্ক জুলাই ৩১, ২০২৫, ১২:০৭ পিএম তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু, সমাধান পারিবারিকভাবে

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধু সিফাতুর রহমান সৌরভের করা মারধরের অভিযোগ অবশেষে তুলে নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিযোগকারী সৌরভ নিজেই।

সৌরভ বলেন, “দুই পরিবার মিলে বসার পর বিষয়টি মিউচুয়ালভাবে সমাধান হয়েছে। একটা কথাকাটাকাটি থেকেই বিষয়টি শুরু হয়েছিল। আমি আগের মতো সরি বলিনি বা অভিযোগও তুলিনি, তবে আজ পরিবার বসে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। তাসকিনের বাবা আমার নানা হন, কাজেই পারিবারিকভাবে বসে বিষয়টা নিষ্পত্তি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “তাসকিন আমার ছোটবেলার বন্ধু। তাকে নিয়ে অবশ্যই শুভকামনা থাকবে, তবে এই ঘটনায় আমি কিছুটা ট্রমাটাইজড। তাই এই মুহূর্তে বন্ধুত্বের জায়গা থেকে একটু সময় নিতে চাই।”

সৌরভের খালা ঝুমা খান জানান, “তাসকিনের পরিবারের পক্ষ থেকে সময় চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বুধবার বাবাসহ তাসকিনের পরিবার এসে মুচলেকা দিয়ে সমঝোতা করেন। মূলত সৌরভের নিরাপত্তার জন্যই অভিযোগ করা হয়েছিল, যেন ভবিষ্যতে এমন কিছু আর না ঘটে।”

এর আগে তাসকিন আহমেদ নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেন। তিনি লিখেছিলেন, “এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছে। এটি আমার, আমার পরিবার এবং বন্ধুদের জন্য অত্যন্ত অসম্মানজনক। সবাইকে অনুরোধ করছি, গুজবে বিভ্রান্ত হবেন না।”

সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই ঘটনাটি আপাতত পারিবারিকভাবে নিষ্পত্তি হলেও এর রেশ কিছুটা থেকে গেছে। তাসকিনের জন্য সৌরভের শুভকামনা থাকলেও, পুরনো বন্ধুত্বের জায়গা যেন খানিকটা নড়বড়ে হয়ে গেছে – তা তার বক্তব্যেই স্পষ্ট।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!