বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু পুনরায় নিয়োগ পেয়েছেন। এটি তার পঞ্চম মেয়াদে দায়িত্ব পালন।
আহমেদ সাইফুদ্দীন চৌধুরী ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে চাকরিতে যোগদান করেন। দুই বছর পর তিনি চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ হিসেবে বদলি হন। দীর্ঘ কর্মজীবনে ধারাবাহিক পদোন্নতির পর ২০০৯ সালে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়।
পরে ২০১৩ সালের ১ আগস্ট তিনি বিজিআইসি’র ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতার ভিত্তিতে তাকে পুনরায় এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :