ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মান্দায় নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালের সমাজ | নওগাঁ প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০৭:৪৪ পিএম মান্দায় নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী,মৎসজীবি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত ইউএনও আখতার জাহান সাথী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাম্মেল হক, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও সুরভী রানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন,জামায়াত নেতা আব্দুল বারী,ভারশোঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল এবং সমাজসেবক তপন কুমার মৈত্র প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে যুব সমাজ মাদকের ভয়াল ছোবলে জর্জরিত। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নিষিদ্ধ রিংজাল দিয়ে পোনা মাছ নিধন ও সামাজিক অবক্ষয়ের মতো সমস্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারীরা আরও বলেন, সমাজে শান্তি, সুশৃঙ্খলতা এবং উন্নয়ন বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। এক্ষেত্রে ইউএনওর নেতৃত্বে একটি কার্যকর সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও আসে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “আমি এই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এখানকার মানুষের সমস্যাগুলো সরাসরি জানার জন্য এই ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ছাড়া প্রশাসনিক কার্যক্রম সফল করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ, অবৈধ মাছ নিধন ইত্যাদি সমাজের বড় সমস্যা। এ বিষয়ে আমরা নিয়মিত অভিযান চালাব। তবে শুধু প্রশাসনের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এজন্য সমাজের সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে একটি সচেতন, নিরাপদ ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে চাই।”

সভা শেষে ইউএনও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে এবং সকলের সহযোগিতায় মান্দাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
মাহবুবুজ্জামান সেতু

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!