ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ভৈরবে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কালের সমাজ | ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০৮:৩০ পিএম ভৈরবে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি কারখানাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব শহরের নিউটাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন। অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা এবং র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি দল, যার নেতৃত্বে ছিলেন কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিউটাউন ও কমলপুর এলাকায় অবস্থিত ‘মদিনা প্লাস্টিক’-এর মালিক কাইয়ুম মিয়াকে ২০ হাজার টাকা, ‘সিয়াম প্লাস্টিক ফ্যাক্টরি’-র মালিক শাহাবুদ্দিন মিয়াকে ২০ হাজার টাকা এবং ‘শেফা প্লাস্টিক’-এর মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং ১ হাজার ১০০ কেজি ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন বলেন, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার পরিবেশ সংরক্ষণের স্বার্থে এসব পণ্যের উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!