ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

উল্লাপাড়ায় উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০২:২৪ পিএম উল্লাপাড়ায় উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি অনুমোদিত উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৪ আগস্ট ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে উক্ত কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা। উক্ত কেন্দ্রের উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বাবু এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, উপজেলা ভূমি অফিসের কানুনগো নুরুল ইসলাম, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন খান,উল্লাপাড়া প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক ময়নুল হোসাইন, আল মাহমুদ, আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লাপাড়া উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বাবু জানান, সরকারি নীতিমালার আলোকে সকল প্রকার ভূমিসেবা এই কেন্দ্র থেকে দ্রত, নির্ভুল ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হবে। সাধারণ মানুষকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবাগুলো এখন হবে আরও সহজ, দ্রত ও হয়রানিমুক্ত। সরকার নির্ধারিত ফি গ্রহণের কারণে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এতে করে সাধারণ নাগরিকরা সত্যিকারের উপকার পাবেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!