বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন জানান, “জুলাই সনদ হাতে পাওয়ার পরপরই বিএনপি ৩০ জুলাই কিছু সংশোধনীসহ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।”
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ববাহী দলিল। ঘোষণাপত্রের প্রস্তাবনার বিষয়ে আমরা আগেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মতামত দিয়েছি। প্রস্তাবনায় ২৬ মার্চকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বিএনপি দ্বিমত পোষণ করেছে। তাছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তপশিলের মাধ্যমে দেওয়ার যে কথা বলা হয়েছে, সেটিও আলোচনার বিষয়।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “ঘোষণাপত্রে বিএনপির দেওয়া সংশোধনীগুলো গ্রহণ না করলে দলটি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। আমরা চাই একটি ঐকমত্য ভিত্তিক ও গ্রহণযোগ্য দলিল তৈরি হোক।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে বিএনপি সহযোগিতা করছে না কিংবা নিশ্চয়তা না পেলে সই করবে না। বাস্তবতা হচ্ছে, বিএনপি যথাযথভাবে সহযোগিতা করেছে এবং এখনো করছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে বিএনপি ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে এবং বাকি ১২টিতে একমত হয়েছে।
তিনি বলেন, “মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠেয় জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে এখনও বিএনপি কোনো দাওয়াত পায়নি।”
সালাহউদ্দিনের এ বক্তব্যে স্পষ্ট হয় যে, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক মনোভাব রাখলেও কিছু নীতিগত বিষয়ে স্পষ্টতা ও সমঝোতা চায়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :