দেশে চলমান নিরাপত্তা অভিযান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, যা উদ্ধার করতে হবে। সে কারণে নির্বাচন পর্যন্ত এই অভিযান চলবে। এটি একটি চলমান প্রক্রিয়া।”
৫ আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক রয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও মানুষের মনে আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো ধরনের অঘটন ঘটেনি। এখনো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের তুলনায় আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি।”
তবে তিনি স্বীকার করেন, “যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় এখনো পৌঁছায়নি। আপনারা (সাংবাদিকরা) মাঠে থাকেন, আপনারাই ভালো বলতে পারবেন বাস্তব পরিস্থিতি কেমন।”
৫ আগস্ট ঘিরে বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সতর্কতা সব সময়ই থাকে, এবারও আছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :