ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০৮:২২ পিএম জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তিতে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে, আমরা এটিকে স্বাগত জানাই। এটি গুরুত্বের সঙ্গে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এদিন বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এতে ২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’-কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সময় সংবিধানের সংশোধিত তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। এছাড়া আন্দোলনে শহীদ সকলকে ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!