জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন— এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে এনসিপি পক্ষ থেকে এ ধরনের খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন ঢাকা পোস্ট-কে বলেন, “পিটার হাসের সঙ্গে কোনো বৈঠকের খবর সত্য নয়। আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে অবকাশ যাপনের উদ্দেশ্যে গিয়েছেন।”
এ বিষয়ে দলটির আরেক কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী মুঠোফোনে বলেন, “যেসব মিডিয়ায় বৈঠকের খবর ছড়ানো হচ্ছে, সেগুলো পুরোপুরি গুজব। আমাদের পক্ষ থেকে এমন কোনো বৈঠকের আয়োজন বা অংশগ্রহণ হয়নি।”
সকালে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এবং সেখানেই এনসিপির শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে বৈঠক করছেন। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, একটি নির্দিষ্ট হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে ঢাকা পোস্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন বৈঠকের সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে, এনসিপি নেতাদের কক্সবাজারে অবস্থানের খবর সত্য হলেও, সেটি অবকাশ যাপন বলেই দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এনসিপির বিশ্বস্ত একটি সূত্র জানায়, “সকালে ফেসবুকে দেখলাম নেতারা কক্সবাজারে গেছেন। খোঁজ নিয়ে জানতে পারলাম, তারা নিছক ভ্রমণের উদ্দেশ্যেই গিয়েছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের যেটা রটানো হচ্ছে, সেটি পুরোপুরি ভিত্তিহীন। মাঝে মাঝে তিনিও ব্যক্তিগত কারণে কক্সবাজারে থাকেন, হয়তো কেউ সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে।”
আজ ঐতিহাসিক ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় সমবেত হয়েছেন ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিতে। এই দিনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর জনমনে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাজনৈতিক বিশ্লেষক বলেন, “গুরুত্বপূর্ণ একটি দিনে দলের শীর্ষ নেতারা ঢাকায় না থেকে কক্সবাজারে অবস্থান করছেন— এটিই গুজব ছড়ানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তবে এনসিপি জানিয়েছে, কক্সবাজার সফর একান্তই ব্যক্তিগত, এবং দলের কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এটি সংশ্লিষ্ট নয়। নেতারা বিকেলেই ঢাকায় ফিরে আসবেন বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :