জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জান শরীফ মিঠুর স্মরণে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শহীদ মিঠুর সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ মিঠুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা বলেন, শহীদ জান শরীফ মিঠুর আত্মত্যাগ এই জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে। তাঁরা জাতির এই বীর সন্তানের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :