৫ আগস্ট `জুলাই গণঅভ্যুত্থান দিবস`-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ দিন সকালে মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমনের কবর এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের এক বলিষ্ঠ সংগ্রাম। এই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :