আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের পবিত্র রমজানের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।”
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত গণসমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন তিনি। ওই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সব পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা এবং পরে ভারতে আশ্রয় নেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
সরকার পতনের তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ নেয়। সেদিনই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :