ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০২:৫৪ পিএম বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‍‍`জুলাই পুনর্জাগরণ‍‍` কর্মসূচিকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই জনতার ঢল নামে। টানা বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি জনস্রোত। রাজপথে সমবেত হয়েছেন হাজারো মানুষ—রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত।

দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাজুড়ে মানুষের জটলা, ব্যানার-প্ল্যাকার্ড হাতে শ্লোগান, কারও গায়ে জুলাই সনদের ব্যাজ, কারও কাঁধে জাতীয় পতাকা। বৃষ্টির ভেতরেই কেউ ছাতা মাথায় স্লোগানে অংশ নিচ্ছেন, কেউবা আবার ভিজছেন প্রতিবাদের একাত্মতায়।

বৃষ্টির কারণে কিছুটা ছন্দপতন দেখা দিলেও, আন্দোলন-সমাবেশে অংশ নিতে আসা মানুষের উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি।

মগবাজার থেকে সমাবেশে অংশ নিতে আসা তরুণ রাকিবুল ইসলাম বলেন, “বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছরের জুলাইয়ে যে লড়াই শুরু করেছি, তা বৃষ্টি তো নয়, বুলেট ঝরলেও থামবে না।”

অপরদিকে ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, “জুলাই জাগরণ আমাদের আত্মার লড়াই। যতদিন না সনদ বাস্তবায়ন হয়, ততদিন আমরা এই মঞ্চ ছাড়ব না।”

আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টি মোকাবিলায় নেওয়া হয়েছে কিছু প্রাথমিক প্রস্তুতি। স্বেচ্ছাসেবক বাহিনীর একজন সদস্য জানান, বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে কর্মসূচি চালিয়ে যাওয়া যায়।

বৃষ্টির মধ্যেই স্লোগান শুরু হয়— “জুলাই সনদ চাই”। থেমে থেমে নামা বৃষ্টিতে ভিজে আন্দোলনকারীরা যেন আরও উদ্দীপ্ত হয়ে ওঠেন। এই বৃষ্টিভেজা সমাবেশ যেন পরিণত হয় প্রতীকী এক প্রতিবাদে, যেখানে প্রাকৃতিক বাধাও ঠেকাতে পারছে না জনতার ন্যায্য দাবির গর্জন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!