জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হাটহাজারীর শহিদ মোহাম্মদ ইউছুফ ও শহিদ মোহাম্মদ জামাল উদ্দীনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এসময় উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যগণ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, হাটহাজারী মডেল থানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ ইউছুফ, শহিদ জামাল উদ্দীন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :