পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার বুক চিরে বয়ে চলেছে মাতামুহুরি নদী, যা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক নিদর্শন হিসেবে দিন দিন পর্যটকদের নজর কাড়ছে। আঁকাবাঁকা পথে সবুজ পাহাড়ের বুক জুড়ে এই নদী যেন এক জীবন্ত চিত্রকর্মের মতো বিস্তৃত।
মাতামুহুরি নদীর উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে, যা পরে কক্সবাজার জেলার বিভিন্ন অংশ পেরিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়। নদীটি শুধু প্রকৃতির নয়, এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকারও একটি গুরুত্বপূর্ণ উৎস। কৃষি, মৎস্য এবং স্থানীয় পরিবহনে নদীটির ভূমিকা অনস্বীকার্য।
সাম্প্রতিক বছরগুলোতে এই নদী ও আশেপাশের পাহাড়ি অঞ্চলগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লামা-মাতামুহুরির নয়নাভিরাম ছবি ছড়িয়ে পড়ায় এর প্রতি আগ্রহ তৈরি হচ্ছে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের মধ্যে। স্থানীয় প্রশাসন ও পর্যটন উদ্যোক্তারা এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন।
অপরদিকে, সচেতন মহল নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্যের এক অপূর্ব মিলনমেলা এই মাতামুহুরি নদী, যা লামাকে বাংলাদেশের পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে স্থান করে দেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :