নারায়ণগঞ্জের বন্দর থেকে ৭২ কেজি গাঁজা ও পরিবহন কৃত প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে RAB-11।
সোমবার (৪ই আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর মদনপুর রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২কেজি গাঁজা ও পরিবহন কৃত প্রাইভেট কার সহ হাতেনাতে গ্ৰেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মির্জাপুর এলাকার রিয়াজুদ্দিনের ছেলে ১/ ইমরান(৩৪) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার চরম ধুয়া এলাকার আসানুল্লার ছেলে আসাদুল্লাহ (১৯)।
৫ই আগষ্ট (মঙ্গলবার) সকালে RAB-11 তাদের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন।
RAB-11আরো জানায় যে, মাদক কারবারিদ্বয় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশেষ কৌশলে কুমিল্লা থেকে এই অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যো আর্থিকভাবে লাভবান আশায় পরিবহন করছিলো, এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানান কলা-কৌশল অবলম্বন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজন মাদক কারবারি। তাঁদের মধ্যে মোঃ ইমরান উক্ত প্রাইভেট কারের ড্রাইভার এবং আসাদুল্লাহ গাড়ির প্যাসেঞ্জার সেজে পিছনের সিটে বসা ছিল।
গ্রেফতার দ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :