ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ইবিতে জুলাই অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

কালের সমাজ | ইবি প্রতিনিধি আগস্ট ৫, ২০২৫, ০১:৪৩ পিএম ইবিতে জুলাই অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জুলাই-আগস্ট বিপ্লবের’ প্রথম বর্ষপূর্তি উদযাপন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে। র‍্যালিতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকাসহ নানা স্লোগানে মুখর ছিল পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালীন ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘খুনি হাসিনা পালাইছে’সহ নানা রাজনৈতিক ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।

আয়োজকদের পক্ষে ‘জুলাই-আগস্ট ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির’ আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “এই র‍্যালির মধ্য দিয়েই শুরু হলো আমাদের বর্ষপূর্তি আয়োজনের আনুষ্ঠানিকতা। পরবর্তী কর্মসূচি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।”

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "৫ই আগস্টের আজ এক বছর পূর্তি। আমি সশ্রদ্ধচিত্তে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আজকের এই দিনে ২৪-এর বিজয়ী সকলকে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের বিজয়ীদের জানাই লাল সালাম ও অভিনন্দন। ৫ই আগস্টের অবস্থান কর্মসূচির সফলতা কামনা করছি। আমরা জুলাই অভ্যুত্থানের মূলমন্ত্র ধারণ করে যে নতুন স্বাধীনতা অর্জন করেছি তা রক্ষা করব, এবং যে নতুন বাংলাদেশ পেয়েছি তা নির্মাণে একসাথে এগিয়ে যাব—একটি বৈষম্যহীন, সমতাভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে।"

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!