ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শ্রীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

কালের সমাজ | কায়সার আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি আগস্ট ৫, ২০২৫, ০৪:১১ পিএম শ্রীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শ্রীপুরের নিহত তিন শহীদদের কবরে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রীপুর উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এসব কর্মসূচী পালন করা হয়।

শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় শহীদ শেখ জাহাঙ্গীর আলমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

পৌরসভার দারোগারচালা এলাকায় শহীদ ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এবং মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের শহীদ জাকির হোসেন রানার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাওনা চৌরাস্তার (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকায় পুলিশের গুলিতে শেখ জাহাঙ্গীর আলম, ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলাম এবং ও জাকির হোসেন রানাসহ ১৬ জন আন্দোলনকারী নিহত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছি। পরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে দোয়া ও আলোচনা সভায় যোগ দিয়েছি। শহীদ তিনজনের পরিবারের সদস্যদের মধ্যে দুটি পরিবারকে ইতোমধ্যে সঞ্চয়পত্রের অর্থ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী একটি পরিবারের তথ্য পুনরায় পাঠানো হয়েছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যেই ওই পরিাবের সদস্যদের কাছে অর্থ সহায়তা পৌছে দিতে পারব। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ক্যাপশন: শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় শহীদ শেখ জাহাঙ্গীর আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করছেন ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!