ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জামায়াত ইসলামী দল নয়, তাদের সাথে হেফাজতের রাজনৈতিক ও ধর্মীয় কোন সম্পর্ক নেই

কালের সমাজ | আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো আগস্ট ৫, ২০২৫, ০১:৩৯ পিএম জামায়াত ইসলামী দল নয়, তাদের সাথে হেফাজতের রাজনৈতিক ও ধর্মীয় কোন সম্পর্ক নেই

ফটিকছড়ির উন্নয়ন ও ইসলামভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে “আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ৪ আগস্ট (সোমবার) আসরের নামাজের পর নাজিরহাটের চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও নেজামে ইসলাম পার্টির প্রধান পৃষ্ঠপোষক শায়খুল হাদীস আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামী ইসলামী দল নয়, তারা মদিনার রাসূলের ইসলাম নয় বরং মওদুদির চিন্তাধারায় পরিচালিত একটি গোষ্ঠী। যারা তাদের ইসলামী দল মনে করে, তারা নিজেদের ঈমান হুমকির মুখে ফেলছে। হেফাজতের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও হবে না।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আলেম-উলামারা বারবার ভোগবাদী রাজনৈতিক দলের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছেন। তবে ‘জুলাই বিপ্লব’-এর মাধ্যমে আপামর মুক্তিকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সারাদেশের মতো ফটিকছড়িতেও সৎ, যোগ্য আলেম নেতৃত্বকে সামনে আনতে হবে।”

তিনি ফটিকছড়ির জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই জনপদের মানুষ আলেমদের ভালোবাসে। এখানে দুই শতাধিক মাদ্রাসা, শত শত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও দীনদার মানুষ আছেন। তাদের ঐক্যবদ্ধ করলে একজন আলেম প্রার্থীর বিজয় শতভাগ নিশ্চিত।”

সভায় সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ছালাহ উদ্দিন নানুপরী। তিনি বলেন, “জাতীয় ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে যদি আমরা ফটিকছড়ি থেকে একজন প্রার্থী নির্ধারণ করি, তবে তা জাতীয় রাজনীতিতেও ইতিবাচক বার্তা পৌঁছাবে। তবে এ ক্ষেত্রে সময় ও পরিস্থিতি বিবেচনায় কৌশলী হতে হবে।”

সভা পরিচালনা করেন হেফাজতের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাকনুন মুহাম্মদ বাবুনগরী।

সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি হাবিবুর রহমান কাসেমী, কেন্দ্রীয় নায়েবে আমীর ও ফটিকছড়ি উপজেলা আমীর মাওলানা আইয়ুব বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা ইয়াহিয়া, মুফতি খালেদ, মাওলানা শোয়াইব, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা কারি আবু সাঈদ, মাওলানা শামসুল আলম, মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী, মাওলানা আনাস সুলতানী, মুফতি নোমান, মুফতি ওসমান, মুফতি মাহমুদ শাহ, মাওলানা আবু তালেব ভূজপুরী, মাওলানা ওসমান শাহনগরী, মাওলানা ইলিয়াস, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা সালাহউদ্দিন দৌলতপুরী, মাওলানা আমির উদ্দিন, মুফতি রিয়াজ উদ্দিন ধর্মপুরী, মাওলানা খালেদ সুলতানী, মাওলানা মুহিব্বুল্লাহ আমীনি, মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা জুনাইদ জওহর, মাওলানা শওকত আজমী, মাওলানা ইসহাক আদনান, মাওলানা জমির বিন ফরিদ, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা মুছা আনছারী, মুফতি মামুন বশর, হাফেজ শহিদুল্লাহ ও মাওলানা তারেকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হেফাজত নেতা, ফটিকছড়ির পরিচিত আলেম সমাজসেবক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী।

সভায় শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী বিশাল গাড়িবহরসহ উপস্থিত হলে মিলনায়তনে উচ্ছ্বাস দেখা যায়। বক্তারা বলেন, “তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত থেকে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ফটিকছড়ির জন্য একজন যোগ্য, দীনদার ও মেহনতী আলেম হিসেবে তাঁর প্রার্থিতাকে সবাইকে সমর্থন দিতে হবে।”

আলোচনা সভায় ফটিকছড়ির দুই শতাধিক মাদ্রাসার মুহতামিম, হেফাজতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতভাবে বলা হয়, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসন থেকে একমাত্র যোগ্য প্রার্থী হতে হবে একজন দীনদার আলেমকে। যার ব্যক্তিত্ব, সমাজসেবামূলক অবদান ও ইসলামী আদর্শ বাস্তবায়নের সংকল্প আছে।”

বক্তারা শেষে বলেন, “দুর্নীতি, দুঃশাসন, দলবাজি ও টেন্ডারবাজি রুখে দিতে হলে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাজ করতে হবে। জাতির নেতৃত্বে যদি কোরআন-সুন্নাহভিত্তিক চিন্তাশীল মানুষ আসে, তবেই দেশ ও জাতির জন্য শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত হবে।”

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!