চট্টগ্রামের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প। সোমবার (৪ আগস্ট) বিকাল ৫টার দিকে মোহনা এলাকা থেকে ১১৫০ মিটার অবৈধ ঘের ও বেড় জাল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন অস্থায়ী ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মো. রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ। গোপন সংবাদের ভিত্তিতে হালদার মধুনাঘাট ও মোহনা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৪৫০ মিটার ঘের জাল ও ৭০০ মিটার বেড় জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
পরে জব্দকৃত এসব অবৈধ জাল হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের উপস্থিতিতে গড়দুয়ারা নয়াহাট এলাকায় অবস্থিত হালদা গোল চত্বরে এনে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :