ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবসে অগ্রণী ব্যাংকের বিজয় র‌্যালি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০৪:২৮ পিএম জুলাই গণঅভ্যুত্থান দিবসে অগ্রণী ব্যাংকের বিজয় র‌্যালি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে "তারুণ্যের উৎসব ২০২৫" ও "বিজয় র‌্যালি" আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে আয়োজিত এ র‌্যালিটি মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ফার্মগেট থেকে শুরু হয়ে বিজয় স্মরণী হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও রুবানা পারভীন, মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনুর সুলতানা, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন এবং মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা) জাহানারা বেগম।

র‌্যালিতে অংশ নেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, ঢাকাস্থ সার্কেল সচিবালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা, সাবসিডিয়ারি কোম্পানি, ইসলামী ব্যাংকিং ইউনিট ও উইন্ডোর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

একইসঙ্গে বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের শাখা ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ অঞ্চলে "জুলাই পুনর্জাগরণ" এবং "তারুণ্যের উৎসব ২০২৫"-এর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই র‌্যালি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং গণতন্ত্র, সুশাসন এবং স্বাধীনতা রক্ষার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের প্রতীক। অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই তা প্রমাণিত হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!