ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই ঘোষণাপত্রে জাতি হতাশ: জামায়াত নায়েবে আমির ডা. তাহেরের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০৭:৪৩ পিএম জুলাই ঘোষণাপত্রে জাতি হতাশ: জামায়াত নায়েবে আমির ডা. তাহেরের

‘জুলাই ঘোষণাপত্রে’ বাস্তবায়নের স্পষ্ট দিকনির্দেশনার অভাব রয়েছে—এই অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, “আমরা এই ঘোষণাপত্রে হতাশ, জাতিও হতাশ।”

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঘোষণাপত্র প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। আমরা শুনেছিলাম, ৫ আগস্ট থেকেই এটি বাস্তবায়ন শুরু হবে। কিন্তু বাস্তবে কীভাবে, কখন, কোন ধাপে এটি বাস্তবায়িত হবে—সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই।”

ডা. তাহের অভিযোগ করেন, ঘোষণাপত্রে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের বিষয়েও কোনো পরিষ্কার দিকনির্দেশনা দেওয়া হয়নি।

“যারা শহীদ হয়েছেন বা পঙ্গু হয়েছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ভাতা কিংবা পুনর্বাসনের ব্যাপারে কোনো উল্লেখ নেই। অথচ এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বাদ যাওয়ায় জাতি হতাশ।” — বলেন তিনি।

জামায়াতের এই শীর্ষ নেতা জানান, দলীয় নির্বাহী বৈঠকের পর তারা এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!