জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত মূল মঞ্চে উপস্থিত হন।
তার উপস্থিতির পরই জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।
ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নিয়েছেন।
‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রস্তুতকৃত একটি ঐতিহাসিক দলিল। দলিলটি চূড়ান্ত করতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :