ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০৫:২৮ পিএম ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এই ঘোষণাপত্র পাঠ শুরু করেন।

এর আগে বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্থাপিত মঞ্চে পৌঁছান প্রধান উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

ঠিক এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে (৫ আগস্ট), ব্যাপক গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। দেশব্যাপী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন পরিচিতি পায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে। সেই ঐতিহাসিক ঘটনার প্রথম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে পালিত হচ্ছে ‘৩৬ জুলাই’ দিবস।

দিনটি ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে দিনব্যাপী নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো এবং ব্যান্ড সংগীতের মাধ্যমে উদযাপন করছেন হাজারো মানুষ।

বৃষ্টির কারণে সাময়িক ছন্দপতন হলেও উৎসবে যোগ দেওয়া মানুষদের উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। কেউ গায়ে জুলাই সনদের ব্যাজ, কেউবা কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজছেন।

মিরপুর থেকে আসা এক তরুণ আশরাফুল ইসলাম ইমন বলেন, “আজ ৩৬ জুলাই। এই দিনেই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে বিজয় এনেছিলাম। আজ সেই ঐতিহাসিক বিজয়ের এক বছর পূর্তি। তাই এসেছি উদযাপন করতে।”

শুধু রাজনৈতিক কর্মী নয়, সব শ্রেণিপেশার মানুষ অংশ নিচ্ছেন এই আয়োজনে। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন, আবার কেউ সক্রিয়ভাবে শ্লোগান ও সঙ্গীত পরিবেশনায় অংশ নিচ্ছেন।

দিনব্যাপী এ আয়োজন দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!