পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
ছাত্রদলের পক্ষ থেকেও এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, ‘চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের আয়োজন ছিল অন্যতম কর্মসূচি, যার জন্য ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করা হয় এবং ২৬ জুন সমাবেশের অনুমতিও মেলে।
তবে একই দিনে, একই স্থানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এনসিপির নেতারা ছাত্রদলের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। বিবৃতিতে ছাত্রদল জানায়, “আমরাই যেহেতু কর্মসূচিটি পূর্বে ঘোষণা করেছি এবং যথাযথ অনুমতিও পেয়েছি, তাই শহীদ মিনারে সমাবেশ করার বৈধতা আমাদেরই ছিল। এরপরও গণতান্ত্রিক সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার জায়গা থেকে আমরা সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
ছাত্রদল জানায়, ৩ আগস্ট তাদের সমাবেশটি শহীদ মিনারের পরিবর্তে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে, এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর সড়কে সম্ভাব্য ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করা হয়।
ছাত্রদলের বিবৃতিতে আরও বলা হয়, "আমরা আশা করি, নগরবাসী আমাদের এই উদারতার মূল্যায়ন করবে এবং গণতান্ত্রিক আচরণের অংশ হিসেবে একে ইতিবাচকভাবে দেখবে।"
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :