জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে তারা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই সনদ’ ঘোষণার পর থেকেই সনদ বাস্তবায়নে চাপ সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হয়েছেন।
জুলাই যোদ্ধাদের ভাষ্য, এই সনদের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা ও জনগণের অধিকার নিশ্চিত হবে। তাই অবিলম্বে সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে সরকারকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিস্তারিত আসছে...
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :