ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শাহজাদপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ৩১, ২০২৫, ১১:৪৪ এএম শাহজাদপুরে  সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বৃহস্পতিবার ৩১ শে জুলাই সিরাজগঞ্জ  উপজেলা শাহজাদপুরে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে।

শাহজাদপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল শাহজাদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, ‍‍`প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলাচল সহজ করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি।

এটি তাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা আনতে সাহায্য করবে।‍‍`অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মকবুল হোসেন। তিনি জানান, ‍‍`এই উদ্যোগটি সমাজের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে আরও বিস্তৃত করা যেতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।‍‍`

এ ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণ সহজতর করা। এছাড়াও, এটি সমাজে সহানুভূতির মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।

বিশেষজ্ঞরা মনে করেন, উন্নতমানের জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ধরনের সহায়তা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের প্রসারিত হওয়া দরকার যাতে দেশের প্রতিটি অঞ্চলে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা সহায়তা পেতে পারেন।

সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর জীবনে আগ্রহী করে তুলতে পারে। এমনকি তাদের সমাজে সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত করতে পারে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!