ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মুকসুদপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জুলাই ৩১, ২০২৫, ০১:০১ পিএম মুকসুদপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ২০২৫/২০২৬ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ৩১ জুলাই সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ২০২৫/২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২০০ শত হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে প্রায় ২৫০০ টাকা মূল্যের, ১৪.৪০০ ( চাল ১০ কেজি, দেশী মুসুর ডাল ১ কেজি, আয়োডিন যুক্ত লবন ১ কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল সয়াবিন ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম  হলুদের গুড়া ২০০ গ্রাম ও ধনিয়া গুড়া ১০০ গ্রাম,) কেজি শুকনা খাবার তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী প্রকৌশলী মোঃ ওলিউল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি সিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ বাদশা মিয়া, সাংবাদিক আমজাদ হোসেন সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!