আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন করা হবে। এতে নিরপেক্ষতা নিশ্চিত হবে এবং যেকোনো রাজনৈতিক প্রভাব এড়ানো সম্ভব হবে।"
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সবাইকে পর্যাপ্ত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হবে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, নির্বাচন ঘিরে নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার নতুন কিছু ব্যবস্থা নিচ্ছে, যার অংশ হিসেবেই এই লটারিভিত্তিক পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :