ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ যাচাইয়ে ইইউ প্রতিনিধি দল আসছে ১৮ সেপ্টেম্বর

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ১১:৪৬ এএম বাংলাদেশে নির্বাচনী পরিবেশ যাচাইয়ে ইইউ প্রতিনিধি দল আসছে ১৮ সেপ্টেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছে। সাত সদস্যের এ দলে থাকবেন তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক। তারা ৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

পর্যবেক্ষক দলটি নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ সফরের লক্ষ্য হচ্ছে—নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক অংশগ্রহণ, সহিংসতা ও ভয়ভীতির পরিস্থিতি বিশ্লেষণ করে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা।

এই প্রতিবেদন দেখে ইইউ সিদ্ধান্ত নেবে বাংলাদেশে তারা পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

সাম্প্রতিক রাজনৈতিক নাটকীয়তায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এমনকি দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে ত্রয়োদশ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে তা নির্বাচনের অন্তর্ভুক্তিমূলকতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। ইইউ সাধারণত এমন নির্বাচনেই পর্যবেক্ষক দল পাঠায়, যেখানে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ থাকে।

ইইউ অতীতে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। তবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা শুধুমাত্র অনুসন্ধানী মিশনে সীমাবদ্ধ ছিল।

সাধারণত নির্বাচন উপলক্ষে তারা দুই ধাপে কাজ করে—প্রথমে অনুসন্ধানী দল পাঠিয়ে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন, পরে সেই ভিত্তিতে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানো হয় কিনা, তা সিদ্ধান্ত নেয়।

বর্তমানে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা না করলেও, রাজনৈতিক মহলে সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের রমজানের আগেই ভোট আয়োজনের কথা শোনা যাচ্ছে

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!