ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন কলেজে পুনরায় পাঠদান শুরু, চালু হয়েছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ১০:২৯ এএম মাইলস্টোন কলেজে পুনরায় পাঠদান শুরু, চালু হয়েছে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ বুধবার (৬ আগস্ট) থেকে আবারও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে গত দুই দিন ধরে দোয়া মাহফিল, মানসিক প্রশমন ও কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছিল। আজ থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে আগামী তিন মাস ধরে মনোসামাজিক কাউন্সেলিং চলবে বলেও জানান তিনি।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান চালু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো ধাপে ধাপে চালু করা হবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে কোনো ধরনের জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে, যাতে বহু হতাহতের খবর পাওয়া যায়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

কালের সমাজ//র.ন

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!