ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সামনে আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০১:২১ পিএম সামনে আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

দেশের প্রায় সব বিভাগেই টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনের পূর্বাভাস:

  • বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা: রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা: ঢাকাসহ দক্ষিণাঞ্চলের চারটি বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারও সামান্য কমতে পারে।

  • শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা: রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা: একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে এবং তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

বৃষ্টিপাত ও তাপমাত্রার চিত্র (গত ২৪ ঘণ্টায়):
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায়— ১০৬ মিলিমিটার।
এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

কালের সমাজ//র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!