ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ওয়ারিশ ঠকিয়ে পিতার সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

কালের সমাজ | ফরিদপুর প্রতিনিধি আগস্ট ৬, ২০২৫, ০৪:২১ পিএম ওয়ারিশ ঠকিয়ে পিতার সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

ফরিদপুরের সদরপুরে ভাষানচর ইউনিয়নে গফুর মাতুব্বর ডাঙ্গী গ্রামে ওয়ারিশ ঠকিয়ে পিতার সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।

এব্যাপারে তোফাজ্জেল আহমেদ টিপু বাদি হয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তোফাজ্জেল আহমেদ টিপু অভিযোগ করে বলেন ,আমার পিতা মাতাকে ফুসলাইয়া ১ একরের উপরে সম্পত্তি হেবা দলিল করিয়া নেয়। আমার পিতা মাতা এ বিষয়ে কিছুই অবগত নন। আমার পিতা মাতা বিষয়টি জানার পরে আমাকে জানাইলে আমি আমার ভাই বাচ্চুকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আমার ভাই আমাকে উদ্দেশ্য করে অশ্লিল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করে এবং আমি যদি এ বিষয় নিয়া বাড়াবাড়ি করি তাহলে আমাকে খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করার হুমকী ধামকী প্রদান করে।

এছাড়াও আমি দীর্ঘদিন যাবৎ প্রবাস থেকে অর্থ উপার্জন করে আমার নামে জমি ক্রয়ের জন্য অর্থ প্রেরন করি। কিন্তু আমার ভাই আমার অর্থে কেনা সম্পত্তি নিজ নামে দলিল করিয়া নেয়। আমি প্রবাসে থাকা অবস্থ্যায় আমার নিকট থেকে বিভিন্ন অযুহাতে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ বাচ্চু মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমাকে আমার পিতা মাতা সেচ্ছায় সম্পত্তির দলিল দিয়েছেন। আমার ভাই তোফাজ্জেল হোসেন টিটু আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!