সমালোচনার মধ্যে এবার কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসে জরুরি বার্তা দিয়েছেন ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেওয়া ওই লাইভ বার্তায় তিনি জলবায়ু সংকট, সমুদ্র ও উপকূল রক্ষা, এবং কক্সবাজারের অনিয়মের বিষয়ে বক্তব্য দেন।
সারজিস বলেন, “এনসিপির পক্ষ থেকে দেশের মানুষের সামনে যেসব ২৪ দফার ইশতেহার পেশ করা হয়েছে, তার ২১ নম্বরে রয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার বিষয়টি।”
তিনি সমুদ্রকে "বাংলাদেশের সম্ভাবনার বিরাট ভাণ্ডার" হিসেবে উল্লেখ করে বলেন, “সমুদ্র, উপকূলীয় জীববৈচিত্র্য এবং সমুদ্রতীরবর্তী মানুষের টেকসই জীবনধারা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমরা আশঙ্কা করছি, অদূর ভবিষ্যতে বহু উপকূলীয় গ্রাম ও বসতি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে।”
এই প্রেক্ষাপটে তিনি সরকারের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। “দুর্যোগ পূর্বাভাস যেন নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়, যাতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়,” – বলেন সারজিস।
তিনি আরও বলেন, “আমরা চাই, সমুদ্র যেন আমাদের টেকসই সম্পদে পরিণত হয়। এখানকার খনিজ সম্পদ যেন পরিকল্পিতভাবে উত্তোলন করা যায়।”
লাইভ বার্তায় কক্সবাজারের অব্যবস্থাপনার বিষয়েও সরব হন তিনি।
“যেখানে-সেখানে ভবন তোলা হচ্ছে, জমি দখল হচ্ছে। অবৈধভাবে জমি লিজ নিতে ঘুষের আশ্রয় নেওয়া হচ্ছে। সৈকতের পাড় ঘিরে প্রাচীর নির্মাণ করা হচ্ছে, অথচ এসব উদ্যোগের পেছনে কোনো গবেষণালব্ধ প্রমাণ বা পরিকল্পনা আছে কিনা – তা পরিষ্কার নয়।”
সারজিস আলমের এই বক্তব্য জলবায়ু সংকট ও উপকূলীয় নিরাপত্তা নিয়ে জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
তিনি দেশবাসীকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমরা চাই, সমুদ্র শুধু বিনোদনের জায়গা না হয়ে, দেশের অর্থনীতির টেকসই ভিত্তি হয়ে উঠুক।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :