লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সূত্র জানায়, বৈঠকে মূলত আগামী জাতীয় নির্বাচন, বিএনপির রাজনৈতিক রূপরেখা এবং সরকার গঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়— আগামী নির্বাচনে জয় পেলে বাংলাদেশের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কী, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কেমন, এবং নির্বাচনী রূপরেখায় কী কী অগ্রাধিকার থাকবে।
দুই পক্ষের এই আলোচনা ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, এই বৈঠকটি শুধু কূটনৈতিক যোগাযোগের অংশ নয়, বরং আগামী নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ের আগ্রহ ও পর্যবেক্ষণেরও প্রতিফলন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :