ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মতভেদ থাকলেও মুখ দেখাদেখি বন্ধ যেন না হয়: রাজনৈতিক দলগুলোকে তারেক রহমান

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০৬:০১ পিএম মতভেদ থাকলেও মুখ দেখাদেখি বন্ধ যেন না হয়: রাজনৈতিক দলগুলোকে তারেক রহমান

জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতভেদ থাকা স্বাভাবিক, তবে গণতন্ত্র ও জাতীয় ইস্যুতে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ না হয়।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই— মতভেদ থাকবে, আলোচনার মাধ্যমে তা দূর করতে হবে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে ও জাতীয় স্বার্থে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। ধর্ম, দর্শন, মত যার যার— রাষ্ট্র সবার।”

তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সব দলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

নাগরিকদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। ফ্যাসিবাদের সময় আমরা কেউ নিরাপদ ছিলাম না— না আমরা, না আমাদের সন্তানরা। আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক সম্ভাবনার দ্বার খুলেছে, তা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। কোনো শক্তিই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, আর কোনো রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না।”

বিজয় র‍্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “পতিত ও পলাতক ফ্যাসিস্টদের শাসনে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের এই বিজয় মিছিল সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক।”

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন নয়াপল্টন এলাকা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!