ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

হাটহাজারীর বিদ্যালয়ে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ: বাস্তবায়নে ইউএনওর হঠাৎ পরিদর্শন

কালের সমাজ | মো. একরামুল হক চৌধুরী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি আগস্ট ৬, ২০২৫, ০২:৩৩ পিএম হাটহাজারীর বিদ্যালয়ে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ: বাস্তবায়নে ইউএনওর হঠাৎ পরিদর্শন

হাটহাজারীতে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পার্বতী স্কুলের এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা জব্দ করা হয়।

পরে ওই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে মোবাইল ফোনটি তার জিম্মায় তুলে দেন ইউএনও। একই সঙ্গে তিনি অভিভাবককে হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা মোবাইল নিয়ে স্কুলে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) ইউএনও আব্দুল্লাহ আল মুমিন ফেসবুক ভেরিফাইড পোস্টে  ঘোষণা দেন, হাটহাজারী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন বা মোটরসাইকেল আনতে পারবে না।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেওয়া এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। তাদের দাবি, ইউএনও’র এমন তৎপরতা নিয়মিত হলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও মনোযোগ বাড়বে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!