ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

অধ্যাদেশ প্রকাশের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ১১:৫২ এএম অধ্যাদেশ প্রকাশের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির জন্য প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রকাশ না হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও কিছু সময়ের জন্য আশপাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

উল্লেখ্য, সাত কলেজকে কেন্দ্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব রয়েছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অধ্যাদেশ প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

বিস্তারিত আসছে...

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!