জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি, শোক ও বিজয় দিবস উপলক্ষে ঢাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি আয়োজনের কারণে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীরা।
ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানও চলমান থাকায় রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় যান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে।
সপ্তাহের প্রথম কর্মদিবস, একযোগে এইচএসসি ও বিসিএস পরীক্ষা এবং সমাবেশের কারণে সকালে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ, বাংলামোটর, টিএসসি, নীলক্ষেতসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়।
সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গণপরিবহনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড়। বাসস্টপেজগুলোতে কর্মজীবী মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় দেখা যায়, গণপরিবহনের গেটে ঠেলাঠেলি করে উঠছেন যাত্রীরা।
শ্যামলী বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক যাত্রী, বেসরকারি চাকরিজীবী শামীম হোসেন বলেন, “বাসে ওঠার জায়গা নেই। উঠলেও বোঝা যাচ্ছে না কখন গন্তব্যে পৌঁছাতে পারব।”
সিএনজিচালক আলমগীর জানান, “ট্যেকনিক্যাল থেকে শ্যামলী পর্যন্ত আসতেই ৩৫ মিনিট লেগেছে। অথচ সাধারণত ১০ মিনিট লাগে।” ঠিকানা পরিবহনের এক হেলপার জানান, “আমিনবাজারের ওদিকে জ্যাম ছিল না, কিন্তু পরে ঢুকতেই জ্যাম শুরু হয়।”
এদিকে যানজট পরিস্থিতি সামাল দিতে একাধিক সড়কে ডাইভারশন এবং বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিকল্প চলাচলপথে নির্দেশনা
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট রাজধানীতে একাধিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এ সময় যানজট এড়াতে রাজধানীবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো:
উত্তর দিক থেকে: হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে শাহবাগ না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড ব্যবহার করতে হবে।
পশ্চিম দিক থেকে: সায়েন্সল্যাব থেকে কাঁটাবন মোড় হয়ে শাহবাগ না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে যাতায়াত করতে হবে।
হাইকোর্ট দিক থেকে: কদম ফোয়ারা হয়ে মৎস্যভবন পর্যন্ত গিয়ে শাহবাগ না গিয়ে হেয়ার রোড/মগবাজার রোড ব্যবহার করতে বলা হয়েছে।
কাকরাইল দিক থেকে: মৎস্যভবন হয়ে শাহবাগের দিকে না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
দোয়েল চত্বর/নীলক্ষেত: শাহবাগ এড়িয়ে দোয়েল চত্বর হয়ে ঘুরিয়ে দেওয়া হবে যান চলাচল।
বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
আপনার মতামত লিখুন :