ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জনগণের অধিকার ও উন্নয়নের জন্য আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: কনকচাঁপা

কালের সমাজ | নুর আলম শেখ, কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিন আগস্ট ৩, ২০২৫, ১০:৪৮ এএম জনগণের অধিকার ও উন্নয়নের জন্য আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: কনকচাঁপা

সিরাজগঞ্জ কাজীপুরে বিএনপির সদস্য নবায়ন অনুষ্ঠানে কনকচাঁপার বক্তব্য সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন কণ্ঠশিল্পী ও মনোনয়ন প্রত্যাশী কনকচাঁপা।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিস ইউনিয়নে অনুষ্ঠিত হলো বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র ঘোষিত কাজীপুর উপজেলা সম্মেলন প্রস্তুতকারী কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুর থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কনকচাঁপা বলেন, ‍‍`বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের দলকে আরো সুসংগঠিত করতে সদস্য নবায়নের মাধ্যমে আমাদের শক্তি বাড়াতে হবে।‍‍` তিনি আরো উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায়ে বিএনপির ভিত্তি মজবুত করতে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কনকচাঁপা তার বক্তব্যে আরও বলেন, ‍‍`আমরা কাজীপুরের জনগণের সেবা করতে চাই। জনগণের অধিকার ও উন্নয়নের জন্য আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।‍‍` তিনি দলের সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা। তারা কনকচাঁপার বক্তব্যে উৎসাহিত হয়ে দলের কার্যক্রমে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

প্রেক্ষাপটে উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার চেষ্টা করছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠান সেই প্রচেষ্টারই অংশ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করতে পারবে।

সমাজ-সাংস্কৃতিকভাবে কনকচাঁপার উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে সাড়া ফেলেছে। সংগীত জগতের বাইরে এসে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন, যা স্থানীয় পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, কাজীপুরে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কাজীপুরের মানুষের পাশে থাকতে চাই, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ধানের শীষের মনোনয়ন চাই।

আমি শুধু একজন শিল্পী নই, একজন দায়বদ্ধ মানুষ হিসেবে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। কাজীপুরের জনগণের ভালবাসাই আমার রাজনীতির প্রেরণা। আপনারা পাশে থাকলে ধানের শীষের প্রতীক নিয়ে এই এলাকার সেবা করতে চাই।

চরগিরিসের তরুণ রা বলেন, উনি আমাদের মনের কথা বলেন। তাঁর মুখে যখন দেশের কথা, গ্রামের কথা শুনি—তখন মনে হয় উনিই আমাদের সত্যিকারের প্রতিনিধি হতে পারেন।

স্থানীয় দিনমজুর মো. বেল্লাল বলেন, এখানে অনেকেই আসছে, কিন্তু এমন আন্তরিকভাবে কেউ কথা বলেনি। আমরা তাঁকে সমর্থন দিই।

ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ বিএনপির জন্য কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে। তবে তৃণমূল পর্যায়ে সদস্যদের সক্রিয়তা এবং অংশগ্রহণ বৃদ্ধি পেলে দলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!