ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

কুলিয়ারচর প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

কালের সমাজ | মোঃ সবুজ মিয়া, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি আগস্ট ৭, ২০২৫, ০৭:২৯ পিএম কুলিয়ারচর প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একদিনে তিনটি মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) ফৌজিয়া খান।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচিগুলোর মধ্যে ছিল—অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ এবং শিশুদের স্বাস্থ্য ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সচেতনতামূলক কর্মশালা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রকৌশলী এসআরএমজি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা ইনস্ট্রাক্টর বিশ্বজিৎ কুমার সাহা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে হুইলচেয়ার বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অভিভাবকদের সচেতন করতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে আয়োজন করা হয় বিশেষ কর্মশালা।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন— “প্রশাসনের দায়িত্ব শুধু নীতিমালা প্রণয়ন নয়, মাঠ পর্যায়ে জনগণের পাশে দাঁড়ানোও। আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি নাগরিককে সরকারি সেবার আওতায় আনতে। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”

জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচির ধারাবাহিকতা কামনা করেছেন।

কালেরর সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!