ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মাদারীপুর সৈয়দ আবুল হোসেন কলেজে মানববন্ধন

কালের সমাজ | আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি আগস্ট ৭, ২০২৫, ০৭:৪৫ পিএম রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মাদারীপুর সৈয়দ আবুল হোসেন কলেজে মানববন্ধন

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের সৈয়দ আবুল হোসেন কলেজে রাজনৈতিক প্রভাব ও কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “রাজনৈতিক কোন্দলের কারণে প্রায়ই ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি হয়, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে নষ্ট করে। এতে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
তারা বলেন, “কয়েকদিন আগে কলেজে ছাত্রদলের একটি কমিটি গঠন করা হয়েছে, যা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত করতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সাবেক ছাত্র মো. বিল্লাল হোসেন ও মাসুম বিল্লাহ। তারা বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞান অর্জনের কেন্দ্র, রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়। আমরা অবিলম্বে কলেজ ক্যাম্পাস থেকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি।”

এই সময় মাসুম বিল্লাহ মানববন্ধনকারীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষ ও সরকারের উদ্দেশ্যে ১০ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো

১. কলেজকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত ঘোষণা করতে হবে।
২. ছাত্রদল কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
৩. যেসব শিক্ষার্থী উক্ত কমিটিতে যুক্ত, তাদেরকে তিন কর্মদিবসের মধ্যে সকল কার্যক্রম থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। অন্যথায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
৪. কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
৫. প্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৬. কলেজ গেটে নিরাপত্তাকর্মী নিয়োগ দিতে হবে।
৭. কলেজ চলাকালীন সময় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৮. শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
৯. কলেজে সকাল ১০টার পূর্বে প্রবেশ ও বিকেল ৪টা পর্যন্ত উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে।
১০. কলেজের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, “শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব। রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে কলেজ কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা “রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

কালেরর সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!