ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ৭, ২০২৫, ০৪:২১ পিএম শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

৪৮ ঘণ্টার আল্টিমেটাম,ঢাকা থেকে উত্তরবঙ্গ কে বিচ্ছিন্ন করার ঘোষণা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এবং আশ্বাস না পেলে সড়ক অবরোধের হুমকি দিয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়েতে মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) দুপুর ১২টায় হাটিকুমরুল হাইওয়ের গোল চত্বরে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। প্রায় একঘণ্টা ধরে চলা এ মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‍‍`স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য যদি সরকারের কাছ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোনো রকম আশ্বাস না পাওয়া যায় তাহলে আগামী ৪৮ ঘণ্টা পর থেকে আমরা ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করবো।‍‍`

এ আন্দোলনের আগে, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও ডিপিপি অনুমোদন না পাওয়ায় শিক্ষার্থীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।

গত ২৬ জুলাই ২০২৫ শনিবার, বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেন।

ডিপিপি’র অনুমোদন না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সদুত্তর না থাকায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সিরাজগঞ্জের সাধারণ মানুষ হতাশ। প্রায় ৫১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে, কিন্তু কেন এই বরাদ্দ দেওয়া হচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‍‍`আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য বেশ কয়েকবার সরকারের কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি।‍‍`

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত ডিপিপি অনুমোদন জরুরি।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবনা দীর্ঘদিন ধরে আটকে আছে, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা আশা করছেন, সরকার তাদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

কালেরর সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!