ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ থেকে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান

কালের সমাজ | জুবায়ের হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ৭, ২০২৫, ০৭:৩৭ পিএম সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ থেকে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সমাবেশে বলেন, ‍‍`ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের নতুন সংগ্রামের অভিযাত্রা।‍‍` তিনি আরও উল্লেখ করেন যে, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের শাসনে যারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের জন্যও এই সংগ্রাম।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির বিজয় মিছিলের আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী এবং পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বাচ্চু তার বক্তব্যে বলেন, ‍‍`ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে শত শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশকে আর কখনোই আধিপত্যবাদী রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।‍‍` তিনি আরও বলেন, ‍‍`শহীদের রক্তস্নাত রাজপথে যে ফ্যাসিবাদী গণহত্যাকারীর পতন হয়েছে, বাংলাদেশে আর কোন গণহত্যাকারী ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।‍‍`

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ এবং প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট ও আলমগীর আলম, শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম উপস্থিত ছিলেন।

সমাবেশে শহর বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল করে শ্লোগান দিয়ে, হাতে রংবেরঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড এবং ধানের শীষ নিয়ে যোগ দেন। সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি ইবি রোড, ইলিয়ট ব্রিজ (বড়পুল), এসএস রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ স্বাধীনতা স্কোয়ারে গিয়ে শেষ হয়।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য আহ্বান জানান। এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন, যা সিরাজগঞ্জে বিএনপির রাজনৈতিক শক্তিকে আরও দৃঢ় করে তোলে।

কালেরর সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!