ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৫, ১১:১৪ এএম সচিবালয়ে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান।

এ উপলক্ষে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র একটি প্রবেশ গেট খোলা রাখা হয়েছে, বাকি সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ড. মুহাম্মদ ইউনূস নিজে।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজকের বৈঠকটি এই পরিষদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক।

এদিকে, এক বছর ধরে মর্গে পড়ে থাকা পরিচয় না পাওয়া ছয় জনের দাফন আজ অজ্ঞাত হিসেবে সম্পন্ন হবে বলেও জানা গেছে।

কালেরর সমাজ//র.ন

Side banner
Link copied!