আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি চলছে।
এর আগে, গত ২৮ জুলাই মামলাটির অভিযোগ গঠনের জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আজ সকালে আলোচিত এই মামলার আট আসামিকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে দাখিল করে ১৯ জুন। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তি ও পাঁচ নিহতের মরদেহ একটি ভ্যানে তোলা হয়। এরপর তাদের একটি পুলিশের গাড়িতে স্থানান্তর করা হয়। গাড়ির ভেতরেই ছয়জনকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন:
সাজ্জাদ হোসেন (সজল)
আস সাবুর
তানজীল মাহমুদ সুজয়
বায়েজিদ বুসতামি
আবুল হোসেন
অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৫ আগস্ট ছিল ছাত্র-জনতার চলমান আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দিন। সেদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত পুলিশের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের গুলিতে আশুলিয়ায় অন্তত ৩১ জন নিহত হন বলে অভিযোগ রয়েছে। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ১৫ জন। এ ছাড়া আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন দেড় হাজারের বেশি মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যান।
সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান আন্দোলনে পুলিশের গুলিতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৫ জন।
এই ভয়াবহ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও, যেখানে দেখা যায়, দুই পুলিশ সদস্য লাশ তুলে একটি ভ্যানে নিক্ষেপ করছেন। সবশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। ভিডিওটির ১ মিনিট ৬ সেকেন্ডে একটি রাজনৈতিক পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আবুল হোসেনের। এতে নিশ্চিত হওয়া যায়, ঘটনাটি ঘটেছে আশুলিয়া থানার আশপাশে।
পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রাখা হয় এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। মর্মান্তিক এ ঘটনার প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দুটি অভিন্ন হওয়ায় একীভূত করে একটি মামলায় রূপ দেওয়া হয়।
আজকের শুনানির মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
কালেরর সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :