ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৫, ১০:৫২ এএম শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল ৯টায় বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে গত রোববার মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্যে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, মামলায় শেখ হাসিনা ও কামালের পাশাপাশি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি ছিলেন। তবে বর্তমানে তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।


বিস্তারিত আসছে...


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!