ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মানিকগঞ্জে বৃক্ষ ও ফল মেলায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা

কালের সমাজ | মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ১২:০০ পিএম মানিকগঞ্জে বৃক্ষ ও ফল মেলায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা

মানিকগঞ্জে চলমান বৃক্ষ ও ফল মেলা ২০২৫-এর পঞ্চম দিনে পরিবেশ ও কৃষি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।

শনিবার (৩ আগস্ট) মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কুইজে মূলত পরিবেশ, বৃক্ষরোপণ ও কৃষি বিষয়ক সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন রাখা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই কৃষি চর্চা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. মমতাজ সুলতানা। তিনি বলেন, “নতুন প্রজন্মকে প্রকৃতি ও কৃষির প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়মিত হওয়া উচিত।”

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলদ বৃক্ষের চারা ও শিক্ষামূলক বই তুলে দেন কৃষি বিশেষজ্ঞ ড. রতন পারভেজ, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম ভূঁইয়া এবং সামরিক বনায়ন নার্সারির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রথম স্থান অর্জনকারী নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নিয়ে গাছের উপকারিতা সম্পর্কে অনেক কিছু শিখেছি। পুরস্কার হিসেবে পেয়েছি একটি আমগাছ, যেটি আমি বাড়িতে রোপণ করব।”

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম ভূঁইয়া জানান, “শিক্ষার্থীদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, চলমান বৃক্ষ ও ফল মেলায় ফলদ চারা বিক্রি, কৃষি প্রযুক্তি ও উপকরণের প্রদর্শনীসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা আরও দু’একদিন চলবে এবং প্রতিদিনই নতুন নতুন কার্যক্রম থাকবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!