রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে জ্বালানি বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে ফের প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার অভিযোগ করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি করে যুদ্ধ অর্থায়নে ভূমিকা রাখছে ভারত।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের তেলবাণিজ্য ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক সহায়তা দেওয়ারই নামান্তর। ট্রাম্প এ বিষয়ে পরিষ্কারভাবে বলেছেন, এমন সহযোগিতা গ্রহণযোগ্য নয়।”
মিলার আরও দাবি করেন, “অনেকেই জানেন না, রাশিয়ান তেল কেনার দিক থেকে ভারত এখন প্রায় চীনের সমান পর্যায়ে রয়েছে। এটা খুবই চিন্তার বিষয়।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র দিল্লির ওপর চাপ বাড়িয়েছে যাতে তারা মস্কোর সঙ্গে জ্বালানি বাণিজ্য কমায়। তবে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো জানিয়েছে, নিজেদের স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্তেই অটল রয়েছে ভারত।
এর আগে ১৪ জুলাই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে না আসা পর্যন্ত রাশিয়া থেকে যারা তেল কিনবে, তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত অংশীদার ভারতকে নিয়ে এমন মন্তব্য ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :