ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

নদী থেকে বালু উত্তোলন কিশোরগঞ্জে বিএনপির দু‍‍`পক্ষের সংঘর্ষে আহত ২০

কালের সমাজ | তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ ব্যুরো আগস্ট ১২, ২০২৫, ০৫:০২ পিএম নদী থেকে বালু উত্তোলন কিশোরগঞ্জে বিএনপির দু‍‍`পক্ষের সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিকলী উপজেলা সহকারী কমিশনার–ভূমি (এসিল্যান্ড) প্রতীক দত্ত বলেন, ‘নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

এসিল্যান্ড আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়।’

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!